রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে ট্রলার উল্টে জেলাল শেখ (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে।
জেলালের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহেরচর পাড়ায়। তার পিতার নাম জয়দার শেখ।
জানা গেছে, সকালে ট্রলারযোগে ১০ জন কৃষক পদ্মাপাড়ের একটি চরে বাদাম তোলার জন্য যাচ্ছিল। কিছুক্ষণ পর তীব্র স্রোতের কারণে ৬নং ফেরীঘাটের কাছে তাদের বহনকারী ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা অন্য কৃষকরা সাঁতরে তীরে আসতে পারলেও জেলাল পানিতে ডুবে যায়। স্থানীয়রা বেশ কিছুক্ষণ খোঁজ করেও জেলালের সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশপাশে তল্লাসী চালায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার আব্দুর রহমান জানান, দৌলতদিয়া ফেরীঘাটের কাছে জেলালের সন্ধান চালানো হয়। কিন্তু তাকে না পাওয়ায় আরিচা থেকে ডুবুরী দল আনা হয়। তারা জেলালের সন্ধানে চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল