শেরপুরের তরুণ সাংবাদিক ইহসান রেজা ফাগুনের হত্যার বিচারের দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালোব্যাজ ধারন করেন।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেন।
এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকেই।
বিডি প্রতিদিন/হিমেল