২৮ মে, ২০১৯ ১৭:৩২

রায়পুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ (মঙ্গলবার) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক (সেনেটারী ইন্সপেক্টর) মো. মাসুদুর রহমান ও রায়পুর থানা পুলিশ। 

এ অভিযানে খাদ্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ন, খোলা খাবার রাখা ও মহামান্য হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের কয়েকটি রাখার অপরাধে জসিম ষ্টোরকে ৪ হাজার, বিসমিল্লাহ ফাস্ট ফুডকে ৫ হাজার ও ভাই ভাই ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে দু'দিন আগেই পৌরশহরে ফলের দোকানসহ ৩টি প্রতিষ্ঠানে আরো ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ জানান, পবিত্র রমজান মাসে ভেজাল মুক্ত খাবারের নিশ্চয়তায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর