বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে তপু কাজী (২৫) ও নেছার উদ্দিন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৌর শহরের লঞ্চঘাট ব্রিজের পশ্চিম পাশের মন্টু কোম্পানির দোকানের বিল্ডিংয়ের ২য় তলা থেকে তাদের আটক করা হয়। এসময় ওই বিল্ডিং থেকে ইয়াবাসহ সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক তপু কাজী পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জাকির কাজীর ছেলে ও নেছার উদ্দিন হাওলাদার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আইউর আলী হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশের ধারণা তারা দীর্ঘদিন ধরে পাথরঘাটার বিভিন্ন এলাকায় মাদক ব্যাবসা করে আসছে।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব