‘বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়’ এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ এ সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সারোয়ার আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।
সেমিনারে জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল