বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না গ্রামে কৃষক মাঠ দিবস পালন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো: শাহিনুর আজম খান, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা মো: মতিয়ার রহমান। সাংবাদিক বরগুনা মো: হাসানুর রহমান ঝন্টু, সহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল রহমান, কৃষক মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষক মাঠ দিবসে কৃষক পর্যায় উন্নত মানের ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয় কৃষকদের ধারণা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ