নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের ছাত্রী ফারিয়া জান্নাত রিমার (২২) কোনো সন্ধান পায়নি পুলিশ।
সন্তানের সন্ধানে দিশেহারা ফারিয়ার পরিবার। ফারিয়া নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের সাইদ উদ্দিনের মেয়ে।
গত ১৯ মে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয় ফারিয়া। এ ঘটনায় ফারিয়ার স্বামীর বড় বোন ইয়াছমিন জাহান বাদী হয়ে ১৯ মে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে উপজেলা সদরের দাঁতমন্ডল গ্রামের সাইদ উদ্দিনের মেয়ে ফারিয়ার সঙ্গে উপজেলার নূরপুর গ্রামের দুবাই প্রবাসী তোফাজ্জল হোসেনের বিয়ে হয়। ফারিয়া বর্তমানে নাসিরনগর সরকারি কলেজের স্নাতক (পাস কোর্স) এর প্রথম বর্ষের ছাত্রী। গত ১৯ মে সকাল সাড়ে দশটার সময় স্বামীর বাড়ি থেকে কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় ফারিয়া। ওইদিন কলেজ থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে ফারিয়ার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বিকেল ৫ টা পর্যন্ত ফারিয়া সোয়া পাচঁটার দিকে পরিবারের লোকজন তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করেন।
এসময় ফারিয়া পরিবারকে জানায়, হিজড়ারা তাকে তুলে নিয়ে যাচ্ছে। ফারিয়া নিজেকে বাঁচানোর জন্য পরিবারের কাছে অনুরোধ করেন। তারা (হিজড়ারা) তাকে মেরে ফেলবে বলে ফারিয়া মুঠোফোনে জানায়। এর পরপরই মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। এঘটনায় ওই দিন রাতেই নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারিয়ার স্বামীর বড় বোন।
নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফারিয়া আমার কলেজের ছাত্রী। তবে নিখোঁজের দিন আমি কলেজে ছিলাম না। তাকে উদ্ধার করার বিষয়ে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা (তদন্ত) মো. কবির হোসেন বলেন, কলেজ ছাত্রীর নিখোঁজের বিষয়টি রহস্যজনক। মেয়েটির ফোন নম্বর বন্ধ। তার ফোনের কললিস্ট যাচাই-বাচাই করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। তবে তাকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন