স্বামী মাহমুদ হাসান সরকার (৪০) কর্মস্থলে গিয়ে নিখোঁজ হয়েছেন। অসহায় গৃহবধূ শরিফা আকতার দুই মেয়ে সন্তান নিয়ে খুঁজে ফিরছেন স্বামীকে।
আজ বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার স্বামীকে ফিরে পেতে সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অসহায় গৃহবধূ শরিফা আকতার বলেন, তার স্বামী মাহমুদ হাসান সরকার চলতি বছরের জানুয়ারির ১০ তারিখে তার কর্মস্থল টাঙ্গাইলে গিয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে তার কর্মস্থলসহ সম্ভাব্য স্থানে পরিবারের পক্ষে অনেক খোঁজাখুুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাহমুদ হাসান সরকারের পিতা মৃত আব্দুস সামাদ সরকার। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামে তার বাড়ী। তাদের সংসার জীবনে মাহিশা মেহজাবিন ৩য় শ্রেণিতে অধ্যায়নরত ও আফিয়া ফাইরোজ (নুজহাত) দেড় বছর বয়সের দুই মেয়ে সন্তান রয়েছে। নিখোঁজ মাহমুদের গ্রামের বাড়িতে একমাত্র বৃদ্ধা মাতা মাহফুজা বেগম ছাড়া আর কেউ নেই।
নিখোঁজ বিষয়ে শরিফা আকতার গত ১৯জানুয়ারি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১৩২৯। বর্তমানে সংসার জীবনে অসহায় হয়ে পড়েছেন শরিফা আকতার ও তার শ্বাশুড়ি মাহফুজা বেগম। দুই মেয়েকে নিয়ে তিনি বর্তমানে তার পিতার বাড়ী বগুড়া সদরের নিশিন্দারা ইউপির চাঁদপুর (কুমার গাড়ীপাড়া) গ্রামে বসবাস করছেন।
সংবাদ সম্মেলনে শরিফা বেগমের ২ মেয়ে, শ্বাশুড়ি, পিতা ও স্থানীয় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন সদস্য শহিদুল ইসলাম (নান্টু) উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন