বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার ৭৫ জন কৃষকের মাঝে ২২ ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় বরিশালের রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে এক অনুষ্ঠানে বারি মাল্টা, আম, ড্রাগন, লিচু, নারকেলসহ ২২ ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ফলদ বিভাগ এবং গাজীপুরের জয়দেবপুরের উদ্যান তত্ত্ব গবেষণা বিভাগ যৌথভাবে এই চারা বিতরনের আয়োজন করে।
জয়দেবপুরের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ফলদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মরিয়ম বেগম। এছাড়া অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ ও মুলাদীর ৭৫ জন কৃষকের মাঝে ২২ ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার