হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়েত কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, স্নান সর্দার তোতা মিয়া চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, ইউপি সদস্য আজমল হোসেন, আবু চৌধুরী, আব্দুল মুকিত, সিরাজ মিয়া, রিমন মিয়া, আব্দুস সালাম, লালু মিয়া, জাহেদ মেম্বার, হামদু মিয়া, মহসিন মিয়া, কামাল মেম্বার, কামাল মেম্বার, ইউপি সদস্যা আম্বিয়া খাতুন, বুলবুল মিয়া, শিক্ষক জাকির হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য গত ২২ মার্চ রাত ইউপি সদস্য ময়না মিয়াকে ঘাতকরা হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরের দিন বানিয়াচঙ্গ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ময়না মিয়ার ছেলে বাবলু মিয়া বাদী হয়ে একই এলাকার মান্নান মিয়াসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল