মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমরান হাওলাদার (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের উত্তর-দক্ষিণ পাশে বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করছিলেন এমরান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সাথে থাকা সহযোগীরা খুঁটি থেকে নামিয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এমরান মস্তফাপুর এলাকার মৃত মো. হাফেজ হাওলাদারের ছেলে এবং তিনি একটি বেসরকারি বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো. রিয়াদ মাহমুদ বলেন, এক লোককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে আমরা চেকআপ করে দেখি তিনি মারা গেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিদ্যুতের কাজ করা অবস্থায় এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের পরিবার যদি কোন মামলা করে তা আমরা নিব। নিহতের পরিবার মামলা না করলে আমরা একটি অপমৃত্যু মামলা করবো।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৯/মাহবুব