দিনাজপুরের বটতলী এলাকায় একটি মিনিবাসের ধাক্কায় কায়সার হোসেন (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
শনিবার বিকাল ৩টার দিকে দিনাজপুরের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে দিনাজপুরের বটতলী এলাকায় বাজার করতে বাইসাইকেল করে রাস্তা পার হচ্ছিলেন কায়সার হোসেন। এসময় দিনাজপুরগামী একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, স্থানীয় এলাকাবাসী ওই স্থানে স্পীড ব্রেকারের দাবিতে দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন