আগামী ১৮ জুন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেয়ায় ও পক্ষপাতের অভিযোগে মাদারীপুরে সদর থানার ওসি সহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, সদর থানার সাব ইন্সপেক্টর শ্যামলেন্দু ঘোষ ও আঙ্গুলকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হককে অন্যত্র বদলি নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
জানা গেছে, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত), আঙ্গুল তদন্ত কেন্দ্রের ইনচার্জ, শ্রীনদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ, সদর থানার দুই সাব ইন্সপেক্টরকে প্রত্যাহারের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর দরখাস্ত করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (নৌকা মার্কা) কাজল কৃষ্ণ দে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, সদর থানার সাব ইনেপেক্টর শ্যামলেন্দু ঘোষ ও আঙ্গুলকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক কে অন্যত্র বদলি নির্দেশ দিয়েছে। বিষয়টি আজ পুলিশ সুপার সুব্রত কুমার হালদার নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন