Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ জুন, ২০১৯ ১৭:২৮

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার লাকসামে বসত ঘরের পাশে ডোবার পানিতে ডুবে আবু বোরহান (৭) ও আবু রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই দুই সহোদর পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সন্তান। 

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিবের দুই সন্তান শিশু আবু বোরহান ও আবু রায়হান বাড়ির উঠানে খেলা করছিল। পরে সকলের অগোচরে শিশু দু'টি ডোবার পানিতে পড়ে যায়। শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের মা ঘরের পার্শ্ববর্তী ডোবার পাশে তাদের সেন্ডেল দেখতে পায়। পরে পানিতে নেমে খুঁজতে গেলে উভয়ের মৃতদেহ ভেসে উঠে। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পশ্চিমগাঁও সোয়াছয়আনীর বাসিন্দা খোরশেদ আলম তুহিন বলেন, আমাদের মসজিদের খতিবের ওই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য