হাসপাতালে প্রসূতি মায়েদের সেবা নিতে উৎসাহিত করতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে প্রসূতি মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে প্রসূতি মা ও শিশুর জন্য শাড়ী, মশারি, তোয়ালে এবং নবজাত শিশুর জন্য ২ সেট জামা উপহার দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। উপহার সামগ্রী পেয়ে প্রসূতি মায়েরা হুইপ ইকবালুর রহিম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, এডিসি জেনারেল মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আবু মোঃ খাইরুল কবির, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমি, সিভিল সার্জন আব্দুল কুদ্দুস, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক স্টেফিন মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ