১৪ আগস্ট, ২০১৯ ০২:২৪

২৫ ঘণ্টা চেষ্টার পর অবশেষে ধরা হল সেই মহিষটি

অনলাইন ডেস্ক

২৫ ঘণ্টা চেষ্টার পর অবশেষে ধরা হল সেই মহিষটি

সংগৃহীত ছবি

প্রায় ২৫ ঘণ্টার চেষ্টার পর অবশেষে আটকানো সম্ভব হয়েছে কোরবানি দেয়ার সময় ১১ জনকে আহত করে ছুটে যাওয়া সেই মহিষটিকে। মঙ্গলবার দুপুরের দিকে ভুঞাপুর থেকে মহিষটি ধরা হয়। পরে মালিকের কাছে মহিষটি হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ভুঞাপুর থানা সূত্রে জানা যায়, মহিষটিকে উদ্ধারের জন্য ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম আসেন। পরে তারা নৌকায় নিকলা বিলে অবস্থানরত মহিষটিকে ইনজেকশন পুশ করেন। এরপর আস্তে আস্তে মহিষটি দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে সেটিকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। মালিক ইতোমধ্যেই মহিষটিকে বাড়ি নিয়ে চলে গেছেন।

প্রসঙ্গত, সোমবার সারাদিন ও রাত চেষ্টা করেও মহিষটিকে উদ্ধার করা যায়নি। এর আগে ওই মহিষের শিংয়ের গুতোয় অন্তত ১১ জন আহত হন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর