কক্সবাজারে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় চারজন কারবারিকে আটক করা হয়েছে।
টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা জানান, বুধবার সন্ধ্যার দিকে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ পেয়ে সাবরাং ইউনিয়নের হারিয়াখালি ভাঙ্গারমুখ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত আবদুল জলিলের পুত্র মো. খোরশেদ (২৭), করাচিপাড়ার মৃত জাহেদ হোসেনের পুত্র জায়েদ উল্লাহ (২৩), ডেগিল্লারবিলের মো. আয়ুবের পুত্র মো. জুবাইর (৩০) ও একই গ্রামের মৃত সালামের পুত্র মো. হারুন রশিদ (২০) কে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও আইমি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক