নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেমবার) বিকেলে জেলা নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষনা করেন।
উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচন আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। এছাড়া কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চনপাড়া মহিলা সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর।
রূপগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানু, সালাউদ্দিন ভুঁইয়া, আনছার আলী, মুশফিকর রহমান রিপন, কবির হেসেন, আবু মোঃ মাসুমের নাম শোনা যাচ্ছে। তারা আরও দুই মাস আগে থেকেই ইউনিয়নের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ