কিশোরগঞ্জে বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সিদ্দিক মিয়া (৬৫)। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানার শ্রমিক ছিলেন।
বুধবার রাতে সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ