ময়মনসিংহের ফুলপুরে মোবারক (২২) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার রাতে উপজেলার হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোবারক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, বুধবার সকালে মোবারক শেরপুরের নকলা উপজেলার হাসনখিলা গ্রামে তার শ্বশুরবাড়ি যায়। সেখানে স্ত্রী ফজিলা খাতুনের সাথে বাকবিতণ্ডার পর বাড়িতে এসে রাত সাড়ে ১০টার দিকে বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে টের পেয়ে তার পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ পন্ডিত বলেন, মোবারক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা