সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে হুমায়ন কবির ওরফে কবিরুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কুচপুকুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোর রাতে বাইপাস সড়কের কুচপুকুর এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীদের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
তবে নিহতের স্ত্রী চম্পার অভিযোগ, পুলিশের গুলিতে তার স্বামীর মৃত্যু হয়েছে। কবিরুল ইসলাম ঢাকায় প্রাইভেটকার চালাত। এখান থেকে ১৩ দিন আগে পুলিশ তার স্বামী কবিরুলকে চোখ বেঁধে ধরে নিয়ে এসে আটকে রাখে। তারপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
এছাড়া নিহতের বড় ভাই আকবর হোসেন, মেজ ভাই আক্তার হোসেন ও ভাতিজা মুকুলসহ পরিবারের অনেকে রাজনৈতিক প্রতিহিংসার বিভিন্ন মামলায় জেল হাজতে রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবিরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতক্ষীরা আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, তার ভাই সিরাজুল ইসলাম ও ভাতিজা যুবলীগ নেতা কবির হত্যাসহ ৫টি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়। বুধবার মধ্য রাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। কবিরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব