মাগুরা সদরের কেচুয়াডুবির ঢাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাজ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানা গেছে। তিনি ট্রাকের আরোহী ছিলেন। আহতদের মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভোরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১০/১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় ট্রাকের আরোহী তাজ মোল্লাকে মৃত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম