বরিশালের গৌরনদীতে কাওছার সরদার (২৪) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস আত্মহত্যা করেছেন।
মা ও বাবার সঙ্গে অভিমান করে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে একটি গাছের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কাওছার উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সিরাজ সরদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, কলেজছাত্র কাওছার সরদার মানসিক ভারসাম্য হারিয়ে কিছুদিন ধরে অসংলগ্ন আচরণ করে আসছিলেন। অভিভাবকরা তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করান। প্রায়ই তিনি মা-বাবাসহ প্রতিবেশিদের গালাগাল ও ধাওয়া করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাবাকে গালাগাল ও ধাওয়া করে বাড়ি থেকে বের হন এবং রাতে আর বাসায় ফিরে আসেননি।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে একটি চাম্বল গাছের সঙ্গে কাওছারের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম