বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নেত্রকোনায় প্রথমবারের মত মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্ণার স্থাপন করা হয়।
কর্নার উদ্বোধনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার ইউএনও সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মঈনইল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান। পরে বিদ্যালয়ের একটি সংরক্ষিত কক্ষে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
মুক্তিযুদ্ধ কর্ণারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্থির চিত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এতে সংরক্ষণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম