মাগুরা সদর উপজেল ৬৯টি বিদ্যালয়ের ৩৭৫ জন ছাত্রী বাল্যবিয়ে প্রতিরোধে সুভেচ্ছা দূত হিসেবে বাইসাইকেল পেলেন । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নোমানী ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন।
নারীর ক্ষতায়নের লক্ষ্যে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আদর্শ নারী হিসেবে গড়ে উঠতে ছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়া। এরপর মাগুরা সদর উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়নের ৬৯টি বিদ্যালয়ের ৩৭৫জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক