দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজী, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অনাচার-অবিচার প্রতিরোধে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, দিনাজপুর শাখার উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদীন স্মারকলিপি গ্রহণ করেন।
বৃহস্পতিবার ৪দফা দাবি উত্থাপন করে জাসদ জেলা কমিটির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ’র নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান করতে গিয়ে জেলা জাসদ সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী বলেন, জাসদ দেশকে এগিয়ে নিতে শাসন, প্রশাসনের সুনিশ্চিত করার দাবি জানাচ্ছে।
এসময় জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খায়রুল বাসার, শহর জাসদের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় নারী জোটের সভানেত্রী এলমা লতিফ শিল্পী, জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি মায়া দাস চৌধুরী, যুগ্ম সম্পাদক রঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন