বগুড়ার ধুনটে ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানাসহ ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টায় ধুনট সদরপাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারপিট, ছিনতাই ও প্রতারণাসহ ১০টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তারমধ্যে একটি মামলায় আদালত তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
কিন্তু আদালতের রায় ঘোষণার পর থেকেই জাহাঙ্গীর আলম পিন্টু পলাতক ছিল। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ