গাজীপুরের টঙ্গী আরিচপুর বৌবাজার এলাকা থেকে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ডা. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ২শ’ পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সোহেল টঙ্গী ও আশপাশ এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আজ দুপুরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/শফিক