বরিশালের মুলাদী পৌরসভায় চাচাতো বোনকে ধর্ষণ মামলায় আসামি রেজাউল করিম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সাথে ধর্ষণে জন্ম নেয়া কন্যা শিশুকে বিয়ে না দেওয়া পর্যন্ত রাষ্ট্রকে সকল ব্যয়ভার বহনের আদেশ দেয়া হয়।
বৃৃহস্পতিবার বিকেলে আসামির অনুপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শামীম আজাদী এই রায় ঘোণিা করেন। দণ্ডপ্রাপ্ত রেজা মুলাদীর তেরচর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি মো. আজিবর রহমান জানান, ২০১০ সালের ১ নভেম্বর চাচাতো বোনকে একা পেয়ে রেজা জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণে মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে তাকে বিয়ের জন্য চাপ দেয়া হলেও রেজা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গ্র্রাম্য সালিশীর মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ২০১১ সালের ৫ মে মেয়েটি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। ২০১২ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন