আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ নেচে-গেয়ে ও আনন্দ-উল্লাস করে উপভোগ করেছেন টাঙ্গাইলের বিনোদনপ্রেমী লাখো মানুষ।
শুক্রবার টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রথম দিন শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গরুর হাটের উত্তর পশ্চিমে যমুনা নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির।
নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামান, ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ।
নৌকা বাইচ পরিচালনা করেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা (মৃধা)।
প্রথম দিনে ঢাকা, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহসহ কয়েকটি জেলার অন্তত শতাধিক নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শনিবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
বৈঠা টান দিওরে পাটের বাজার চড়া, জিততে পারলে খাইতে দিব ইলিশ মাছের বড়া- এমন জারি গানের তালে তালে মাঝি মাল্লারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/কালাম