বগুড়ার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের মধ্যে আত্মকলহ সৃষ্টির অভিযোগে মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাপিয়া খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেত্রী পাপিয়া খাতুন ও সেলিনা বেগম দীর্ঘদিন ধরে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন। এছাড়াও তারা সংগঠনের মধ্যে আত্মকলহ সৃষ্টি করছেন। এ বিষয়ে পাপিয়া খাতুন ও সেলিনা বেগম জানান, দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার কোনো কাগজপত্র তারা হাতে পায়নি। বহিস্কারের কাগজ হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক