মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামে শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন নামে এক কিশোর মারা গেছে। মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ম শ্রেণির ছাত্র হৃদয় ওই গ্রামের সৌদি প্রবাসী আরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে নিজ বাড়ির একটি ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল হৃদয়। এ সময় আকস্মিকভাবে সে বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা