ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারে বিভিন্ন মুদির দোকানে অভিযান পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় রিপন স্টোরকে ১০ হাজার, রাজন স্টোরকে ৫ হাজার, শিবু স্টোরকে ৫ হাজার, প্রাপ্তি স্টোরকে ৫ হাজার ও তন্নি স্টোরকে ২ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
এছাড়া সকল ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করা থেকে সতর্ক করা হয়। এসময় সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মন্জুরুল হক, এসআইটি শামছুল হক, পুলিশ প্রশাসন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন