অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে কুমিল্লায় বিজিবি ও বিএসএফের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলার সদর উপজেলার বিবির বাজার স্থলবন্দর এলাকায় দুই পক্ষের মধ্যে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিজিবি-১০ এর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, কুমিল্লা (১০ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিবির বাজার স্থলবন্দর নামক স্থানে ১০-বিজিবি কুমিল্লার অধিনায়ক এবং ভারতের ১৪৫ বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্টের মধ্যে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উভয় পক্ষ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে একমত পোষণ করেন। এছাড়া বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন