নাটোরের বড়াইগ্রাম থেকে ৩১২ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ভোরে তার নেতৃত্বে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ।
এসময় বাসে থাকা মিজানুর রহমান(২০) ও সজীব আলী(১৯) নামে ২ যাত্রীর স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে তাদের আটক করা হয়। আটককৃত উভয়ের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন