কক্সবাজারে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন আলো সি-রিসোর্ট নামে একটি কটেজ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পিরোজপুর জেলা ব্রাহ্মণঘাটি ১নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নান তালুকদারের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে টেকনাফ সি-বিচ এলাকার আলো সি-রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এবিএমএস দোহা। তিনি জানান, বুধবার সকাল ১০টার সময় খবর পেয়ে তিনিসহ থানা পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন আলো সি-রিসোর্ট নামে কটেজের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক