২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০

মাগুরায় মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

মাগুরায় মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকালে মাগুরা সমসলা গবেষণার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

বাংলাদশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের আয়োজনে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. বাবু লাল নাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, মাগুরা মসলা গবেষণা উপ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা জেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়।
এ সময় বক্তারা জানান, বাংলাদেশে ৩৫ জাতের মসলার উৎপাদন হয়ে থাকে। দেশে মসলার মোট চাহিদা ৩৩ লাখ মেট্রিকটন। উৎপাদন হয় ২৭ লাখ মেট্রিকটন। বাকি ৬ লাখ মেট্রিকটন মসলা বাইরের দেশ থেকে আমদানী করতে হয়। এ কারনে মসলা জাতীয় ফসলের চাষ বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণের কলাকৌশল জানা কৃষকদের জরুরী। এ কারণে মসলা গবেষণা বিভাগ কৃষকদের মাঝে এ চাষ কৃদ্ধির পাশাপাশি সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর