ফরিদপুরের চাঞ্চল্যকর জাহিদুল খাঁ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়া এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামিদের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জনৈক জাহিদুল খাঁকে তাস খেলা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে ২১ ডিসেম্বর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে আজ এ মামলার রায়ে আসামি আকাশ শেখ, সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ ও জুয়েল বেপারীকে ফাঁসির আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন