আন্তর্জাতিক নদী দিবসে রবিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে কালাডুমুর নদী খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষি পরিবেশ আন্দোলন কৃপার আয়োজনে সংগঠনের সভাপতি কৃষি ও পরিবেশ উন্নয়ন সংগঠক মতিন সৈকতের সভাপতিত্বে নদী খননের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান, সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, স্থানীয় উন্নয়ন সংস্থা সিসিডিএ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ হাসান আলী ও ডা. আরিফ আহমেদসহ নদী পাড়ের জনগণ।
সভাপতির বক্তব্যে মতিন সৈকত বলেন, ত্রিশ বছর যাবত কালাডুমুর নদী পুনখননের দাবিতে আন্দোলন করে আসছি। কালাডুমুর নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও কচুয়া চারটি উপজেলার আনুমানিক ৫০ হাজার বিঘা জমিনের প্রায় ১৩ লক্ষ মণ বোরো ধান ফলনে বিঘ্ন সৃষ্টি হয়। নদীটি পুনঃখননে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন, কোদাল মিছিল, প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার