বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ জিয়ানগর বাজার এলাকা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে থানা পুলিশ।
জানা গেছে, রবিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে জিয়ানগর বাজারে আলিম উদ্দীনের গোডাউনের বারান্দায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ স্থানীয় জনগণ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে।
থানার এস.আই জাকির হোসেন জানান, লাশটির প্রাথমিক সুরতহাল তৈরিকালে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে এই বৃদ্ধকে স্থানীয়রা বাজার এলাকায় ঘুরতে দেখা গেছে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ নিয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে। স্থানীয়রা তাকে জানিয়েছে অজ্ঞাতনামা ওই বৃদ্ধ ভবঘুরে ছিল।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ