প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মাদারীপুরে আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল আক্তার বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ডবিধি ৫০৬(২) ধারায় এ মামলাটি দায়ের করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাজির হোসেন মামলার অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন