জামালপুরের আঞ্চলিক পার্সপোট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। আজ রবিবার বিকালে শহরের কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাঁজা দেওয়া হয়।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো: তোফায়েল আহম্মেদ মিয়া জানান, দীর্ঘদিন থেকে জামালপুর আঞ্চলিক পার্সপোট অফিসে আসা বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে পার্সপোট করিয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় এবং সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চিহ্নিত দালাল চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির পার্টপোট, আবেদন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু আব্দুল্লাহ খান আটককৃতদের মধ্যে আব্দুল্লাহ, রানা, সুমন, হৃদয়, বাদশা ও লুৎফরকে ৩ মাস করে কারাদণ্ড এবং মিলন ও মুরাদকে ৫০০ টাকা করে জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ