চাঁপাইনবাবগঞ্জে বিবাহিত ও এক সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) জোরপূর্বক অপহরণের পর ধর্ষণের দায়ে আজিজুল ইসলাম (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডিত আজিজুল হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার রইসুদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুণাল-২ এর বিচারক শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সরকারী আইনজীবী আঞ্জুমান আরা জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পিতার বাড়িতে থাকত ওই গৃহবধূ। এ অবস্থায় তাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করত আজিজুল। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে পিতার বাড়ির অদূরে সড়কের ওপর থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে অটোরিক্সাচালক আজিজুল। এরপর এই ঘটনা আপোষ মীমামংসার চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হলে ঘটনার ৩ মাস ৮দিন পর ধর্ষণের শিকার ওই নারী নিজে বাদী হয়ে ২০১৭ সালের ২১ মার্চ শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ আজিজুলকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৬ জুলাই আদালতে আজিজুলকে একমাত্র অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ রবিবার দুপুরে আসামী আজিজুলকে দোষি সাব্যস্ত করে দণ্ডাদেশ ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভাকেট মোকসেদুল ইসলাম নুরতাজ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ