মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, টগরবন্দ ও পাঁচুড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। নদীগর্ভে বিলীন হয়ে গেছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি-ঘরসহ শত শত একর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সড়ক, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া আশ্রয়ণ প্রকল্পের অনেকাংশ নদীগর্ভে চলে গেছে। আকুব্বর শেখ (৭০) বলেন, এ বছর ভাঙনে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে গুচ্ছগ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ভাঙনের ঝুঁকিতে থাকা গুচ্ছগ্রামের একপাশ থেকে বিদ্যুতের লাইন খুলে নিয়ে গেছে পল্লী বিদ্যুৎ বিভাগ।
হাসিনা বেগম বলেন, ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গুচ্ছগ্রামের মানুষের। স্বামীহারা মহুরন বেগম (৬০) আছেন সবচেয়ে কষ্টে। নিজের ঘর হারিয়ে অন্যের ঘরে ঠাই নিলেও থাকা হয়নি সেখানে। এক দুই রাত আশ্রয় দেওয়ার পরই ঘর তেকে নামিয়ে দেয় তারা। নদী পাড়ে খোলা আকাশের নিচে ঘরের খুঁটি ধরে তাই দাড়িয়ে থাকেন।
এ ইউনিয়নের চরআজমপুর মৌজার প্রায় ৭৫ ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। চরডাঙ্গা, রায়েরপানাইল গ্রামের বাড়িঘর, গাছপালা, ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। গোপালপুর ইউনিয়নে ভাঙনের মুখে রয়েছে বাজড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, ৫৮নং বাজড়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজড়া-চরপাড়া সড়ক, মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানের বাড়ি, দরিদ্র হাসান চৌধুরীর বাড়ি। মসজিদ ও মুক্তিযোদ্ধার বাড়ি রক্ষার্থে জিও ব্যাগ ফেলা হলেও টগরবন্দ ইউনিয়ন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে না ।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার বলেন, এমপি স্যারের নির্দেশনায় তাৎক্ষনিকভাবে পশ্চিম চরনারানদিয়া, দক্ষিন চরনারানদিয়া, বাজড়া এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। টগরবন্দ ইউনিয়নে জিও ব্যাগ ফেলা হচ্ছে না। তাৎক্ষণিক ব্যবস্থা তাই গুরুত্ব বিবেচনা করে জিও ব্যাগ ফেলা হয়। সারা দেশেই নদী ভাঙন আছে তাই হঠাৎ করে কোন প্রকল্প নেওয়া সম্ভব না। তবে ভাঙন এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা পাউবোর রয়েছে। এ ব্যাপারে হিসাব নিকাশ করে প্রস্তাবনা পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার