মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
এ সময় একটি দোকানসহ ১০ বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর উপজেলার দোরামোথনা গ্রামে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রাম্য মাতব্বর এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ এ সময় তিনজনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন