বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ এক চোরা শিকারি ও চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ ৩ বিষ সন্ত্রসী জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। গ্রেফতারকৃত চোরা শিকারি ও ৩ জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট ও খুলনা কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রবিবার সকালে সুন্দরবনের করমজল এলাকায় হরিণ শিকারের ফাঁদ পাতা কালে নিতাই মন্ডল (২৭) নামে এক চোরা শিকারিকে গ্রেফতার করে রনরক্ষীরা। এসময়ে অন্য ৩ চোরা শিকারি সুন্দরবনের গহীন অরন্যে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হরিণ শিকারের বিপুল পরিমান ফাঁদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চোরা শিকারি নিতাই মন্ডলের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার ডাংমারী গ্রামে। অন্যদিকে একইদিন সকালে চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ ৩ বিষ সন্ত্রাসী জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ।
গ্রেফতারকৃত ৩ জেলারা হল- আব্বাস আলী (২৭), ইসমাইল হোসেন (২৬) ও মো. গাইস (২৮)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে। দুপুরে গ্রেফতারকৃত চোরা শিকারিকে খুলনা ও ৩ জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার