নরসিংদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার নরসিংদী প্রেসক্লাবে সকাল ১০টা থেকে ভোট শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তানবীর মোহাম্মদ আজিম।
নির্বাচনে কার্যনির্বাহী পদে এগারোটি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নির্বাচনে সহ-সভাপতি পদে বিশ্বজিৎ সাহা ও এ কে ফজলুল হক, সহ-সাধারণ হামিদুল হক আহাদ, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, দপ্তর সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, কার্যনির্বাহী সদস্য পদে জাকির হোসেন, আমজাদ হোসেন ও আবদুল্লাহ আল শিবলী নির্বাচিত হয়েছেন।
নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তানবীর মোহাম্মদ আজিম বলেন, নির্বাচনে ৫৩ জন বৈধ ভোটারের মধ্যে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব