দিনাজপুর জেলার নদ-নদী, খাল-বিল, জলাশয়, ঘাগড়া, দীঘি ও পুকুর রক্ষায় বাংলাদেশ নদী আন্দোলনের ১৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. জয়নুল আবেদীনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায় নেতৃত্বে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দার, বালুবাড়ী এমবিএসকে’র ট্রেনিং ইনচার্জ তোফাজ্জল হোসেন হিরাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার