নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পান বিক্রেতা ও পথচারিসহ তিনজন গুলিবদ্ধ হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের সুলতানপুর বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পান বিক্রেতা ইব্রাহিম, কামাল ও মমিন। আহতরা বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধরা জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এসে দোকানে থাকা চেয়ারম্যানকে গালিগালাজ এবং গুলি শুরু করে।
এসময় গুলি চেয়ারম্যানের গায়ে না লেগে স্থানীয় লোকজনের গায়ে লাগে।
চেয়ারম্যান আনিছুর রহমান জানান, তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করছেন। এমন সময় ১০-১২জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানের সামনের এক পান বিক্রেতা ও দুইজন পথচারীর গায়ে লাগে। পরে চারদিক থেকে লোকজন বের হলে তারা পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেগমগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে গুলিবিদ্ধদের লিখিত অভিযোগ দেয়ার জন্যও বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন