“কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯। দিবসটি উদযাপন উপলেক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক দিয়ে জয়নগরস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদোসী বেগম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মহিলা পরিষদ, স্বাবলম্বী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব